Saturday, August 30, 2014

Some Funny & Interesting Knowledge... (written in Bengali Language)

মজার তথ্য, না পড়লে চরম মিস করবেন

শিশু বয়সে মানুষের শরীরে ৩০০ হাড় থাকে, বড় হলে কিছু হাড় জোড়া লেগে হাড়ের সংখা হয় ২০৬

একটি সাধারন পেন্সিল দিয়ে ৫ কিলো মিটারেরও বেশী লেখা যায়

মানুষের শরীরের চার ভাগের এক ভাগ হাড় থাকে দুই পায়ের পাতায়।

শব্দের চেয়ে দ্রুতগতি সম্পন্ন প্রথম আবিস্কার চাবুক।

কোকা কোলার রঙ আসলে সবুজ। এটাকে বাড়তি রঙ মিশিয়ে কালো করা হয়।,

আফ্রিকার মাতামী উ[পজাতীর মধ্যে মানুষের মাথার খুলি দিয়ে ফুটবল খেলার প্রচলন আছে।

মানুষের উরুর হাড় কংক্রিটের চেয়েও শক্ত।

তেলাপোকার মাথা কেটে ফেললেও এটা কয়েকদিন বাচে। এর পরে না খেতে পেরে মারা যায়।

চোখ খোলা রেখে হাচি দেওয়া যায় না। খবরদার, চেস্টাও করবেন না। চোখ খুলে বেরিয়ে যেতে পারে।

১০১৩৮৬ সালে ফ্রান্সে , একটি শিশুকে হত্যা করার অপরাধে একটি শুকরকে প্রকাশ্যে ফাসি দেওয়া হয়েছিল।

১১প্রত্নতত্ববিদেরা ৯০০০ বছর পুরাতন চুইং গাম খুজে পেয়েছেন

১২বিজ্ঞানীরা অনুসরন করে দেখতে পায় যে প্রজাপ্রতি ৫০০০ কিলোমিটার পর্যন্ত দূরে যেতে পারে

১৩এক পাউন্ড মধু উতপন্ন করার জন্য একটি মৌমাছিকে ২০ লক্ষ ফুলের কাছে যেতে হয়

১৪প্রাচীন জাপানে একমাত্র অন্ধ ব্যাক্তিরাই বাড়ি বাড়ি গিয়ে ম্যাসাজ করার অনুমতি পেত

১৫আঙ্গুলের ছাপের মতন জিহবার ছাপও প্রত্যেকের আলাদা।


! ! ! চমকে দেয়ার মতন তথ্য !!!
হিটলার এবং লাদেনের মৃত্যু ঘোষণা করার দিন একই তারিখে। তারিখটি ১ মে।
আমরা সাধারণত মেসেজবা চ্যাটিং এর সময় ইংরেজি you কে ছোট করে লিখি। 
এটি সর্বজন স্বীকৃতি হয়েছে যখন প্রথম সেক্সপিয়ার তার বইতে you এর পরিবর্তে U ব্যাবহার শুরু করে।
১৮৯৮সালে, টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার ১৪ বছর আগে মর্গান রবার্টসন একটি বই লিখেছিলো টাইটানিক
জাহাজ সম্পর্কে। বইটির নাম ছিলো "টাইটান"। ওই বইতে তিনি লিখেছিলো " টাইটানিক জাহাজ একটি বরফের
টুকরার সাথে ধাক্কা লেগে ডুবে যাবে।" আর তাই তো হলো।
ভালোবাসা আসলে মানুষের হৃদয়থেকে অনূভুত হয় না। হয় মানুষের ব্রেইন থেকে।
ডায়েট কোকাকোলা পানির ভিতরে ঢাললে পানির উপরে ভেসে থাকবে। কিন্ত সাধারণ যে কোকাকোলা আছে তা পানিতে ঢাললে পানির সাথে মিশে যাবে।
মধু ই একমাত্র খাদ্য যা কখনোই পচে যায় না।
ফেইসবুকে এখন কিন্তু facebook.com এর পরিবর্তে fb.com লিখলেই হয়ে যায়। এই fb.com বানানোর জন্য মার্ক
জুকারবার্গের খরচ হয়েছে ৮.৭ মিলিয়ন ডলার।
পৃথিবী জুড়ে প্রতি বছর ৫০০০০ বারের ও বেশী ভূমিকম্প হয়ে থাকে।
পৃথিবীতে ফুটবল খেলাকে ১৮৮ টি দেশ ফুটবল (football) বলে থাকে। আর বাকি দেশগুলো ফুটবল
খেলাকে সকার (soccer) নামেই জানে।
সনি কোম্পানি এক ধরনের ফ্রিজ তৈরী করেছে যার সামনে গিয়ে মানুষ হাসি দিলে ফ্রিজটি খুলবে।
তাছাড়া খুলবে না।
২৩ বছর বয়সের আগে আমেরিকার ৩০ থেকে ৪০% মানুষ পুলিশের হাতে গ্রেফতার হয়।
80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা)
  সুতরাং 12+5+20+20+5+18 = 80
ইংরেজি madam reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
“a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
“ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। 
“Education” “Favourite”শব্দে সবগুলো vowel আছে।
“Abstemious ও Facetious ”শব্দে সবগুলো vowel আছে।
মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে (a-e-i-o- u)  আছে।
ইংরেজি Q




No comments:

Post a Comment